ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান মানিক গ্রেপ্তার

কসবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. মানিক মিয়াকে আজ মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. মানিক মিয়া ওরফে ছায়েদুর রহমান মানিককে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, মানিক মিয়াকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে ছাত্রদল নেতা সিরাজুল হক ইমু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার মানিক মিয়াকে আদালতে পাঠানো হবে।