সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন ‘কুতুব’ আবির্ভাব হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন 'কুতুব' আবির্ভাব হয়েছেন, যারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান। তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (২৫ মার্চ) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা বলেন, বিএনপি একমাত্র দল, যারা প্রতিটি বিপদে-আপদে রুখে দাঁড়িয়েছে এবং দেশকে সংকট থেকে উদ্ধার করেছে। তিনি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার ওপর জোর দেন। তবে, তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, নতুন ষড়যন্ত্রের মাধ্যমে এই প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা খুব পরিষ্কার করে জোর দিয়ে বলেছি, নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ নির্বাচনের মধ্য দিয়েই আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেইটা হচ্ছে এ টু জেড ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না আর কোনো সিস্টেম আছে, যে সিস্টেম জনগনের কল্যাণ করতে পারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপি মহাসচিব দলীয় নেতা-কর্মীদের খারাপ কাজ থেকে বিরত থাকার এবং জনগণের ভালোবাসা অর্জনের আহ্বান জানান।
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, এমন কথা যেন আমাদেরকে না শুনতে হয় যে, বিএনপি খারাপ কাজ করছে। তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা বিনষ্ট হয়ে যাবে। আপনাদের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ, আপনাদের ওপর নির্ভর করছেন ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ, আপনাদের ওপরই নির্ভর করছেন ভবিষ্যতে বৈষম্যবিরোধী বাংলাদেশ।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণার দাবি জানান, যাতে ষড়যন্ত্র মোকাবিলা করা যায়। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হতে যাচ্ছে এবং সবাইকে সতর্ক থাকতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও নুরুল ইসলাম মনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ ও লুৎফর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। সভাটি পরিচালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।