জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বিএনপির শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। ছবি : এনটিভি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। আজ বুধবার (২৬ মার্চ) সকালে বিএনপির নেতারা এ শ্রদ্ধা জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ দলের নেতাকর্মীরা।
এর আগে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এবং অন্যান্য স্লোগান দেন। প্রায় ১৬ বছর পর নির্বিঘ্নে স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা।