কালবেলায় প্রকাশিত ৩৩ ঘটনার কোনও সত্যতা মেলেনি

সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে গত ১৩ ফেব্রুয়ারি দৈনিক কালবেলা পত্রিকায় ৯২টি ঘটনা প্রকাশিত হয়। তার মধ্যে ৫৯টি ঘটনার সত্যতা পাওয়া গেলেও ৩৩টি ঘটনার কোনও সত্যতা বা অভিযোগ পাওয়া যায়নি।
আজ বুধবার (২৬ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি দৈনিক কালবেলা পত্রিকায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ৯২টি ঘটনা প্রকাশিত হয়। তন্মধ্যে ৫৯টি ঘটনার সত্যতা পাওয়া গেলেও ৩৩টি ঘটনার কোনও সত্যতা বা অভিযোগ পাওয়া যায়নি। ৫৯টি ঘটনার মধ্যে ৩২টি ঘটনায় মামলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব ঘটনায় গ্রেফতারকৃত আসামি ৫০ জন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দী গ্রহণ করা হয়েছে ১২ জনের এবং ১৬টি ঘটনায় জিডি হয়েছে। অবশিষ্ট ১১টি ঘটনার কোনও অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনটি তুলে ধরা হলো-