গাজীপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজ রোববার সকালে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হন। ছবি : এনটিভি
গাজীপুরে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে সাতটার দিকে বেপরোয়া গতির তাকওয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আশরাফুল ইসলাম আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।