কিশোরগঞ্জের ইটনায় ইউপি সচিব গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনায় টাকার বিনিময়ে টিসিবির পণ্য দেওয়ার অভিযোগে বাদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব শাহ আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাদলা ইউনিয়ন টিসিবি ডিলার পরিচালক খাইরুল ইসলাম (রুমেল) বলেন, ‘সকাল থেকে অনলাইনে সমস্যা হচ্ছিল। টিসিবির পণ্য দিতে খুব দেরি হচ্ছিল। এ সময় মহসিন নামের এক ব্যক্তি আমার কাছে টাকার বিনিময়ে পাঁচটা টিসিবির কার্ড চায়। তাকে টিসিবির কার্ড না দেওয়ায় তিনি মিছিল নিয়ে আসেন এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। এই খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রা মনে করেন, ইউপি সচিব টাকার বিনিময়ে টিসিবির কার্ড দিচ্ছেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে অভিযোগ দেয়। খবর পেয়ে পুলিশ এসে ইউপি সচিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’
বাদলা ইউপি মেম্বার মহিউদ্দিন মোল্লা বলেন, ‘টিসিবির মালামাল নিতে টাকা নেওয়া হয়েছে, এই অভিযোগ মিথ্যা। রোজা রেখে মিথ্যা বলতে পারব না। আমরা এমন কিছু দেখি নাই, শুনি নাই।’
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, ‘৯৯৯ থেকে ফোনে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ইউপি সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।’