শহীদ রিতার পরিবারকে জয়পুরহাট জেলা প্রশাসনের ঈদ উপহার

জুলাই আন্দোলনে শহীদ হন রিতা আক্তার। আজ তাই ঈদের আনন্দ নেই তার পরিবারে। মেয়েকে ছাড়া কাটবে বাবা আশরাফ আলী ও মা মোছা. রেহেনা বিবির ঈদুল ফিতর। তারা জানেন, আর ফিরবে না তাদের মেয়ে।
জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার বাড়ি। সেখানেই থাকেন তার বাবা-মা। ঈদ উপহার নিয়ে আজ রোববার (৩০ মার্চ) দুপুর ১টায় গ্রামটিতে যায় জেলা প্রশাসন। আশরাফ আলী ও মোছা. রেহেনা বিবির হাতে উপহার তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
রিতার আত্মত্যাগকে মনে রাখায় খুশি হন তার বাবা-মা। তবে, মেয়ে হারানোর বেদনার অশ্রুও ঝরে পড়ে। তবে, দেশের জন্য জীবন দিয়েছে তাদের মেয়ে, তাই গর্বিত তারা।
উপহার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান ও জুলাই আন্দোলনের প্রতিনিধি তানিম সরকার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট সকালে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার। তিনি রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।