চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ উদ্যাপনের জন্য বানানো দুটি মোটিফ (ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা) আগুনে পুড়ে গেছে।
আজ শনিবার (১২ এপ্রিল) ভোরে চারুকলা অনুষদে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফজরের নামাজ আদায়ের সময় নিরাপত্তা কর্মীরা স্থানত্যাগ করায় এ সুযোগে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। দায়ী ব্যক্তি/গোষ্ঠীর শনাক্তকরণে তদন্ত চলছে।
দুটি মোটিফ পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত পৌঁছালেও অগ্নি নিয়ন্ত্রণে সময় লাগে।
সরেজমিনে দেখা যায়, ফ্যাসিবাদবিরোধী বিশালাকার মুখাকৃতির শিল্পকর্মটি প্রায় সম্পূর্ণরূপে পুড়ে গেছে। শান্তির পায়রার শিল্পকর্মটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবারের নববর্ষের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এ উপলক্ষে তৈরি করা হয় ২০ ফুট উচ্চতার ফ্যাসিবাদবিরোধী মুখাকৃতির শিল্পকর্ম।