কুমিল্লায় হত্যা মামলার অভিযোগে ইউপি সদস্য আটক

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় মো. আনিছুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আনিস মেম্বার (৪০) রসূলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, আজ শনিবার সকাল সাড়ে ১১টায় দেবিদ্বার উপজেলার রসূলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আনিছুর রহমানকে আটক করা হয়েছে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও রুবেল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তের জন্য তাকে আটক করা হয়েছে। দুপুর দেড়টায় তাকে কোর্টে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।