আড়িয়াল বিলে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে তৃপ্তির হাসি

দেশের মধ্যাঞ্চলের বৃহত্তম ও প্রাচীন বিল আড়িয়াল বিলে এবার বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষক ও শ্রমিকরা। ফলনের পাশাপাশি বাজারে ধানের ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে ফুটেছে হাসি। অন্যদিকে, বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরাও কাজ পেয়ে আনন্দিত।
মুন্সিগঞ্জ অংশের কৃষকদের তথ্য অনুযায়ী, যেখানে আগে কানি (৪০ শতক) প্রতি ফলন হতো ৮০ থেকে ৯০ মণ, এবার তা বেড়ে ১১০ থেকে ১৪০ মণ পর্যন্ত হয়েছে। কৃষকদের ভাষায়, বছরের পর বছর কঠোর পরিশ্রম করে এবার প্রকৃতির অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এমন ফলন সম্ভব হয়েছে।
ধান কাটতে আসা শ্রমিকদের মাঝেও দেখা গেছে স্বতঃস্ফূর্ততা। অনেকেই গান গাইতে গাইতে ধান কাটছেন। তারা জানান, প্রতি বছর ভালো মজুরি পাওয়ায় তারা আড়িয়াল বিলে কাজ করতে আসেন।

এ বছর ধানের দামও তুলনামূলকভাবে বেশি। গত বছর যেখানে প্রতি মণ ধান বিক্রি হয়েছে ৮০০ থেকে ৯০০ টাকায়, সেখানে এবার তা বেড়ে হয়েছে ৯৫০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত।
কৃষক মালেক মোড়ল জানান, মৌসুমের শুরুতে অনেকেই প্রতি মণে ১৩০০ টাকা পর্যন্ত দাম পেয়েছেন। যদিও সাম্প্রতিক বৃষ্টির কারণে কিছুটা দাম কমেছে, তবুও বর্তমানে দাম রয়েছে ৯৫০ থেকে ১ হাজার টাকার মধ্যে।

চলতি মৌসুমে প্রতি হেক্টরে ধানের গড় ফলন হয়েছে ৪.৫৯ মেট্রিক টন, যা গত বছরের ৪.২২ মেট্রিক টনের চেয়ে বেশি। এ সাফল্যে কৃষি বিভাগও আশাবাদী।
জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত জানান, আড়িয়াল বিলকে ‘শস্যভাণ্ডার’ বলা হয়। এখানে প্রায় ৭ হাজার হেক্টর জমির মধ্যে ৬ হাজার হেক্টরে বোরো ধানের আবাদ হয়। প্রতিবছর ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব থাকলেও এ বছর মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারির ফলে রোগের প্রকোপ অনেকটাই কম ছিল। এর ফলে ফলনও বেড়েছে।