মানিকগঞ্জে বিল্লাল হত্যায় সুমন শেখের ফাঁসি, আলীমের যাবজ্জীবন

মানিকগঞ্জের হরিরামপুরে টেইলার্স বিল্লাল হোসেন হত্যা মামলায় পারভেজ হোসেন ওরফে সুমন শেখকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে মামলার আরেক আসামি আলীম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন—মানিকগঞ্জের শিবালয়ের দক্ষিণ খানপুর এলাকার পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও একই এলাকার আলীম হোসেন।
নিহত বিল্লাল হোসেনের বাড়ি ছিল শিবালয়ের কাক্কোল এলাকায়। তিনি স্থানীয় মাচাইন বাজারে টেইলার্সের পাশাপাশি একটি এনজিওতে কাজ করতেন।
এজাহার সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় পারভেজ হোসেন ওরফে সুমন শেখ। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিল্লাল হোসেনকে মেরে ফেলার হুমকি দেয়। পরে ২০১৬ সালের ২ নভেম্বর রাতে স্থানীয় মাচাইন বাজারে দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেন বিল্লাল হোসেন। গভীর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। এরপর রাত সাড়ে ১২টার দিকে হরিরামপুরের সীমান্তবর্তী এলাকা থেকে বিল্লাল হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও আলীম হোসেনসহ চারজনকে আসামি করে হরিরামপুর থানায় মামলা করেন।