সবার টিকা নেওয়া উচিত : এনটিভির পরিচালক
সবাইকে করোনার টিকা নিতে অনুরোধ করেছেন এনটিভির পরিচালক আলহাজ নূরুদ্দীন আহমেদ। তিনি বলেছেন, নিজের জন্য, দেশের জন্য এবং জনগণের জন্য; সবার জন্য টিকা নেওয়া উচিত। যাঁরা ভাবছেন, ভয় পাচ্ছেন; তাঁরা ভুল করছেন। ভুল করা ঠিক হচ্ছে না।
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরিবারের ১২ সদস্যকে নিয়ে টিকা নিতে যান নূরুদ্দীন আহমেদ। টিকা নেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
এনটিভির পরিচালক নূরুদ্দীন আহমেদ বলেন, ‘আমি এবং আমার পরিবারের ১২ জন এখানে করোনার টিকা নিতে এসেছি। অনেকেই ভয় পায়, আসলে আমি নিজেও টের পাইনি; কখন আমার টিকা দিয়ে দিয়েছে। আমার মনে হয়, আমাদের টিকাটি নেওয়া উচিত। সরকার খুব ভালো ব্যবস্থা করেছে। আজকে এখানে যা দেখলাম, তাতে আমি মুগ্ধ। এত সুন্দর পরিবেশে আমাকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি টেরই পাইলাম না কিছু।’
এদিকে নিবন্ধনের চাপ থাকায় এখন অনেকেই কয়েকদিন অপেক্ষায় থাকার পর করোনার টিকা নিতে পারছেন। বিশেষ করে রাজধানীর অনেক কেন্দ্রে নিবন্ধনের সংখ্যা অনুযায়ী টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কেন্দ্রগুলোতে এই বাড়তি চাপের কোনো প্রভাব নেই। সুশৃঙ্খলভাবে টিকা নিতে পেরে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন টিকা গ্রহীতারা।
বিএসএমএমইউ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) টিকাকেন্দ্র ঘুরে দেখা গেছে, এত দিনের মতো টিকা নিতে মানুষদের লম্বা লম্বা লাইন ছিল না আজ। বুথের সামনেও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তাঁদের। তবে অনেকেই জানালেন নিবন্ধনের প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করে তারপর টিকা নিতে পেরেছেন। যদিও অনেকের ক্ষেত্রে অপেক্ষার সময় কমই দেখা গেছে। বয়স্কদের তুলনায় টিকা নিতে আসাদের মধ্যে মাঝবয়সীদের সংখ্যা বেশি। সাধারণ মানুষের পাশাপাশি সম্মুখযোদ্ধারাও টিকা নিয়েছেন।
বিএসএমএমইউতে টিকা নিতে আসা এক নারী বললেন, ‘আমার ছেলের ৪০ বছর পূরণ না হওয়ায় ও (ছেলে) টিকা নিতে পারেনি।’
পাশে থাকা মধ্য বয়স্ক এক পুরুষ বললেন, ‘আমাদের পরিবারের সবার টিকা নেওয়া হয়ে গেছে।’ এক বৃদ্ধা স্বস্তি প্রকাশ করে বলেছেন, ‘টিকা দেওয়ার খুব ভালো ব্যবস্থা। থ্যাঙ্কস এ লট গভর্নমেন্টকে।’ পাশে বসে থাকা আরেক তরুণ বললেন, ‘আমি রেজিস্ট্রেশন করেছি কিন্তু আমার এখনও ডেট দেওয়া হয়নি।’
টিকা নিতে আগ্রহীদের সংখ্যা কমেনি দাবি করে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন জানিয়েছেন, প্রতিদিনের নির্ধারিত কোটা অনুযায়ী যাঁরা আগে নিবন্ধন করেছেন, তাঁদেরকেই টিকা নিতে আসতে বলা হচ্ছে। আগের চেয়ে সুশৃঙ্খল হওয়ায় ভিড় কিছুটা কম দেখা যাচ্ছে বলে জানান তিনি।
ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, ‘এখানে আমাদের রেজিস্ট্রেশন করেছেন অলমোস্ট ৪২ হাজার। এই ৪২ হাজার থেকে আমরা কিন্তু কোনো মানুষের নাম জানি না। আমরা সিলেক্ট করার সময় যে সবার আগে এসেছে তাকেই সিলেক্ট করে দেই।’