মানবাধিকারে বিশেষ অবদানে সম্মাননা পেলেন এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ
মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ। দেশের বৃহৎ মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র ঢাকা মহানগর কমিটির পরিচিতি সভা ও মানবাধিকার সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ সাঈদুল হক সাঈদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ও ঢাকা মহানগর কমিটির উপদেষ্টা ড. সৈয়দ নকীব মুসলিম। আয়োজনে মানবাধিকার নিয়ে কাজ করে এমন ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। ২০০৩ সাল থেকে মানবাধিকার রক্ষায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কাজ করে যাচ্ছে। বিস্তারিত দেখুন ভিডিওতে।