গার্মেন্ট অ্যাকসেসরিজ রপ্তানিতে নগদ প্রণোদনার দাবি

রপ্তানিমুখী গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পের রপ্তানি বাড়াতে নগদ সহায়তার দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নেতারা।
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে পরিবেশবান্ধব উপায়ে গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য উৎপাদন’ শীর্ষক সেমিনারে তাঁরা এ দাবি জানান।
শিল্প মন্ত্রণালয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় বিজিএপিএমইএ এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বিজিএপিএমইএর সভাপতি আবদুল কাদের খান বলেন, ‘এ খাত ২০১৫-১৬ অর্থবছরে ৬ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এ খাতে কোনো নগদ প্রণোদনা দেওয়া হয়নি। ২০২১ সালের মধ্যে তৈরি পোশাকশিল্প খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে এ শিল্পে নগদ প্রণোদনাসহ সরকারের পৃষ্ঠপোষকতা জোরদার করা জরুরি।’
সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা রাফিজ আলম চৌধুরী বলেন, ‘তৈরি পোশাকশিল্প খাতে আমদানি বিকল্প ও মূল্য সংযোজনকারী পশ্চাৎ সংযোগ শিল্প হিসেবে গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একসময় দেশি গার্মেন্ট শিল্পে শতভাগ আমদানীকৃত পণ্য ব্যবহার হতো। বর্তমানে দেড় হাজার শিল্পকারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় উৎপাদিত ৩০-৩৫ ধরনের পণ্য সরাসরি দেশে তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত হচ্ছে। এ শিল্প খাতে মূল্য সংযোজনের হার শতকরা ৪০ ভাগের বেশি এবং প্রতিবছর এ শিল্পে প্রায় ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি ঘটছে।’
আমির হোসেন আমু বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থান। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। উদীয়মান দেশি শিল্প খাত হিসেবে গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পের স্বার্থ সুরক্ষায় সরকার সম্ভব সব ধরনের নীতি সহায়তা দেবে।’
শিল্পমন্ত্রী বলেন, ‘গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্প খাত একই সঙ্গে আমদানি বিকল্প ও রপ্তানিমুখী শিল্প হিসেবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
বক্তারা আরো বলেন, তৈরি পোশাক খাতে কাঙ্ক্ষিত রপ্তানি বাড়াতে ও দেশে টেকসই শিল্প খাত গড়ে তুলতে উদ্যোক্তাদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদান জরুরি। পাশাপাশি এ শিল্পের গুণগত মানোন্নয়নে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট ও টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের দাবি জানান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে পৃথকভাবে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ফিরোজ ইকবাল ফারুকী এবং সংগঠনের উপদেষ্টা রাফেজ আলম চৌধুরী।