শুটিং স্থগিত, ২০২৬ সালেও মুক্তি পাবে তো শাহরুখের নতুন সিনেমা?

এক বছরে তিন সিনেমা করে বিরতিতে আছেন কিং খান। এরপর গুঞ্জন শাহরুখ খানের পরবর্তী সিনেমার নাম ‘কিং’, যেটি পরিচালনা করবেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ। এখানেই শেষ নয়, সিনেমায় প্রথমবারের মত দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকে, খল চরিত্রে থাকবেন অভিষেক বচ্চনও।
২০২৫ সালের মার্চে শুটিং ফ্লোরে যেতে প্রস্তুতও ছিল কিন্তু এর মাঝেই গেল বছরের ডিসেম্বরে পিঙ্কভিলার নতুন খবর, ‘কিং’ সিনেমা পরিচালনা করছেন না সুজয় ঘোষ। পরিচালনার নতুন দায়িত্ব পেয়েছেন সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ, সুরেশ নায়ার ও সাগর পান্ডিয়াকে নিয়ে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ। পরিচালক বদলের খবরের কারণ হিসাবে একাধিক ভারতীয় গণমাধ্যম দাবি করছে, দিনের পর দিন এই সিনেমার চিত্রনাট্য ঘষেমেজে বদল হচ্ছিল এবং স্বভাবতই ব্যাপ্তিও বাড়ছিল। শেষমেশ যেখানে গিয়ে এই সিনেমার গল্প-চিত্রনাট্য দাঁড়িয়েছিল, তার থেকে সুজয়ের মনে হয়েছিল তিনি যেভাবে কিং কে দর্শকের সামনে পেশ করতে চেয়েছিলেন, সিনেমাটি আর সেই জায়গায় নেই।
বলিউড হাঙ্গামার নতুন খবর অনুসারে, শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ এর শুটিং স্থগিত হয়েছে। এক সূত্রের ববাতে গণমাধ্যমটির দাবি, পরিচালক সিদ্ধার্থ আনন্দ এখনও সিনেমাটির স্ক্রিপ্টের কাজ শেষ করতে পারেননি। ফলে শুটিং মার্চে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে।
সূত্রটি আরও জানিয়েছে, দীর্ঘ প্রি-প্রোডাকশন কাজের কারণে মার্চের পরিবর্তে জুনে ফ্লোরে যাবে ‘কিং’। ২০২৬ সালের শেষ নাগাদ সিনেমাটি বড় পর্দায় নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রযোজনা প্রতিষ্ঠান।
‘কিং’ প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স।