ইসলামী ব্যাংকের ৮ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/19/islaamii_byaank_theke_sre_geche_tin_kompaani.jpg)
বেনামে ঋণসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে আজ সোমবার (১৯ আগস্ট) এস আলম গ্রুপের সহযোগী ইসলামী ব্যাংকের আট শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চার ডিএমডি রয়েছেন। ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বরখাস্তরা হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ (এএমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, মো. রেজাউল করিম ও ড. মো. আব্দুল্লাহ আল মামুন। এছাড়া প্রধান অর্থপাচার প্রতিরোধ কর্মকর্তা তাহের আহমেদ চৌধুরী ও আইবিটিআরএ প্রিন্সিপাল মো. নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।