আরো তিন সপ্তাহ ক্লাসে ফিরছেন না বুয়েটের আন্দোলনকারীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ তিন দফা দাবি আদায়ে উপাচার্যকে (ভিসি) তিন সপ্তাহ সময় দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে ভিসির সঙ্গে সাক্ষাৎ শেষে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, ভিসির সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি তিন দফা দাবি পূরণে তিন সপ্তাহ সময় চেয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে তিন দফা দাবি আদায়ে বুয়েট ভিসিকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। তাদের দাবি, যথাসময়ে আন্দোলনকারীদের দাবি পূরণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র আরবান অ্যান্ড রিজিউনাল বিভাগের শিক্ষার্থী শীর্ষ সংশপ্তক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের মোট নয় দফা দাবি ছিল। এর মধ্যে ছয় দফা পূরণ হয়েছে। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। বাকি তিনটি দাবি নিয়ে আমরা ভিসির সঙ্গে আলোচনা করেছি। তিনি তিন সপ্তাহ সময় চেয়েছেন। এর মধ্যে আমরা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করব না।’
তিন দফা দাবির মধ্যে রয়েছে- হলে র্যাগিং বন্ধ ও জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা, আবরার হত্যায় অভিযুক্তদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার ও সাংগঠনিক রাজনীতি বন্ধে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ থেকে নীতিমালা প্রণয়ন করা। এসব দাবিতে দীর্ঘদিন থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এখন পর্যন্ত এ মামলার ২৫ আসামির ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সবশেষ এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।