শাবিতে উপাচার্যবিরোধী অবস্থান ধর্মঘট অব্যাহত
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একাংশের আন্দোলন অব্যাহত আছে। উপাচার্য ভবনে তালা দিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষকরা।
দুই মাস ছুটির পর গতকাল সোমবার কর্মস্থলে ফিরলে অবস্থান ধর্মঘট ও অবরোধের মুখে পড়েন উপাচার্য অধ্যাপক ড. এম আমিনুল হক ভূঁইয়া।
সকাল ১০টা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে শিক্ষকরা উপাচার্যের কার্যালয়ের বাইরে থেকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। তবে শিক্ষকদের অপর একটি অংশ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রকাশ্যে উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছে।
সব ধরনের সংঘাত এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. এম আমিনুল হক ভূঁইয়ার সাথে মতবিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগপত্র রেজিস্টারের কাছে জমা দেন। সেদিনই উপাচার্য দুই মাসের ছুটিতে যান।