কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/08/photo-1523186554.jpg)
কোটা সংস্কার করে ১০ ভাগে কমিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফটকে এসে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করে। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।
এতে রাস্তার দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
দাবিগুলো হলো-কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটার শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ, চাকরি পরীক্ষায় কোটা সুবিধা একবারের বেশি নয়, কোটায় বিশেষ নিয়োগ বন্ধ এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা অভিন্ন করতে হবে।
কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার সমন্বয়ক মাসুদ মুন্নাফ বলেন, ‘আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করছি। আমরা চাই, সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী আমাদের দাবির কথা বিবেচনা করে ইতিবাচক কোনো সিদ্ধান্ত জানাবেন।’
মাসুদ মুন্নাফ আরো বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না। আমরা পড়াশোনা বাদ দিয়ে এভাবে প্রতিদিন আন্দোলনে নামতে চাই না। আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই।’ এ ছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
এর আগে রোববার দুপুরে একই দাবিতে গণপদযাত্রা করেন শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। গণপদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে বেরিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ফটকে আসে। পরে সেখান থেকে ক্যাম্পাসের পরিবহন মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।