স্টামফোর্ডে রাশেদ জামানের সিনেমাটোগ্রফি কর্মশালা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/09/photo-1525858245.jpg)
স্টামফোর্ড ইউনিভার্সিটি সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটরিয়ামে আজ সকাল ১০টায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান সিনেমাটোগ্রাফার রাশেদ জামানের পরিচালনায় ‘ইমেজ কনস্ট্রাকশন’ শীর্ষক চার দিনের সিনেমাটোগ্রাফি বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার মো. আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান, বিভাগের শিক্ষক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, জাহিদুর রহিম অঞ্জন এবং বিভাগের চেয়ার বিশিষ্ট শিল্পনির্দেশক মহিউদ্দীন ফারুক।
খ্যাতিমান আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাও উপস্থিত ছিলেন এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে।
চলচ্চিত্র ও মিডিয়াবিষয়ক একাডেমিক অধ্যয়নের প্রথম বিভাগ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ আয়োজিত এই কর্মশালায় ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।