হামলার প্রতিবাদে বনানী বিদ্যানিকেতনে মানববন্ধন
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজের শিক্ষক রবীন্দ্রনাথ স্যানালের ওপর এক অভিভাবকের হামলার প্রতিবাদে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বর্জন এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে গতকাল রোববার।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ স্যানালের ওপর এক অভিভাবকের অতর্কিতে হামলার প্রতিবাদ জানাতে মানবন্ধনের আয়োজন করেছেন। একই কারণে হামলাকারী অভিভাবক মামুন-উর-রশিদ বাবুকে দ্রুত গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানের সব শ্রেণি ও পরীক্ষা কার্যক্রম স্থগিত করেন।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষিকা নাজমা আখতার বলেন, ‘শিক্ষকের উপর হামলা জাতির উপর হামলা। আমরা এই ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবিলম্বের তার গ্রেফতার চাই।’
জানা যায়, প্রতিষ্ঠানের গভার্নিং বডি নির্বাচনে পরাজিত হওয়ার পর গত ১১ জুন রাজধানীর মহাখালী এলাকায় অভিভাবক মামুন-উর-রশিদ বাবু শিক্ষক রবীন্দ্রনাথ স্যানালের ওপর চড়াও হন এবং তাঁকে অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করেন।