জবিতে ছুটি শুরু ১৫ আগস্ট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/14/photo-1534224713.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাতীয় শোক দিবস, পবিত্র ঈদুল আজহা ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১৫ আগস্ট (বুধবার) থেকে ২ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলো বন্ধ থাকবে।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটি শেষে ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তর যথারীতি শুরু হবে।