ছাত্রদল ভেবে সাবেক ছাত্রলীগ নেতার ওপরেই হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ছাত্রদল সন্দেহে’ কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ছাত্রলীগের হাতে মার খেয়েছেন ছাত্রলীগেরই সাবেক এক নেতা।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ঢাবির টিএসসিতে এ ঘটনা ঘটে। এ হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহত ছাত্রলীগ নেতা হলেন ছাত্রলীগের বিগত কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক কবির মোহাম্মদ শহিদুল ইসলাম। হামলায় তাঁর চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এ ছাড়া সেখানে উপস্থিত সাবেক এক শিক্ষার্থী ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আহত হয়েছেন। তিনি নাম প্রকাশ করতে চাননি। এ ছাড়া কবির মোহাম্মদ শহিদুল ইসলামের বিভাগের বন্ধু ও জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম সজীব, আইন বিভাগের এক ছাত্রীসহ কয়েকজন আহত হন।
তাঁদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা জানান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র আতিক জামানের জন্মদিন উপলক্ষে তাঁরা কয়েকজন টিএসসিতে দাঁড়িয়েছিলেন। এ সময় নির্বাচন উপলক্ষে সেখানে অবস্থান নেওয়া ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা তাঁদের কিছু জিজ্ঞাসা না করেই আচমকা হামলা করে।
তাঁরা জানান, হামলার সময় ছাত্রলীগের ওই সাবেক নেতা তাঁর পরিচয় দিলেও হামলাকারীরা আমলে নেয়নি।
এ ব্যাপারে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘সেখানে একটি মঞ্চ তৈরি হয়েছিল। ছাত্রদলের সাবেক এক আইন সম্পাদকের জন্মদিনের পার্টিকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। সেখানে ছাত্রলীগের আমাদের সাবেক এক ঘনিষ্ঠ বড় ভাই আহত হয়েছেন। আমাদের আরেক ঘনিষ্ঠ ভাই ক্যাম্পাসের প্রিয় মুখ তিনিও আহত হয়েছেন। ছাত্রলীগের কারা জড়িত, সে বিষয়ে ব্যবস্থা নেব।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’