সর্বোচ্চ ৪৮ লাখ টাকা শিক্ষাবৃত্তি দিচ্ছে বকোনি বিশ্ববিদ্যালয়
বিশ্বের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ দিয়ে আসছে ইতালির বকোনি বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিলান শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি।
বৃত্তির আওতায় প্রতিষ্ঠানটি থেকে স্নাতক, আইন ও বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যাবে।
নির্বাচিত শিক্ষার্থীরা বেশ আকর্ষণীয় বৃত্তি পাবেন। একজন স্নাতক শিক্ষার্থীকে দেওয়া হবে বছরে ১১ হাজার ৫০০ ইউরো। এভাবে তিন বছরে মোট ২৯ লাখ টাকা বৃত্তি পাবেন স্নাতক শিক্ষার্থীরা। আইন বিষয়ে পড়ুয়াদের বছরে ১১ হাজার ৫০০ ইউরো দেওয়া হবে। পাঁচ বছরের আইনে কোর্সে মোট বৃত্তির পরিমাণ সাড়ে ৪৮ লাখ টাকা।
স্নাতকোত্তর কোর্সের মেয়াদ দুই বছর। প্রতিবছরে ১২ হাজার ৭০০ ইউরো করে দুই বছরে স্নাতকোত্তর শিক্ষার্থীদের দেওয়া হবে ২১ লাখ ৪০ হাজার টাকার বৃত্তি।
ইতালির নাগরিক বা সেখানে বসবাস করছেন এমন প্রার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
আগ্রহী শিক্ষার্থীরা বৃত্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২০১৭ সালের জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে এপ্রিল পর্যন্ত।
বকোনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট ঠিকানায়।