কুবি শিক্ষক একলিমুর রেজার মৃত্যু নিয়ে নানা অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক একলিমুর রেজার মৃত্যুতে নানা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক একলিমুর রেজার মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতির অসহযোগিতার অভিযোগ উঠেছে। এই অভিযোগে মানববন্ধন ও মিছিল করেছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার (২২ জুলাই) প্রশাসনিক ভবনের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা মানববন্ধনে ছয় দফা দাবি উত্থাপন করেন। তারা একলিমুর রেজার প্রাপ্য আর্থিক প্রণোদনা এক মাসের মধ্যে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান।
সহকারী অধ্যাপক একলিমুর রেজা ১৯ জুলাই দিনগত রাতে ইন্তেকাল করেন। পরে আজ মানববন্ধন করলেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একাগ্রতা পোষণ করছি।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসলে এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।