দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুরে আজ রোববার (২৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৯টায় দিনাজপুর আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করেছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ এ তথ্য জানিয়ে বলেন, ‘এ মাসে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
মাঝারি শৈত্য প্রবাহের কারণে দিনাজপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা কাজ না পেয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। সেই সাথে রয়েছে গরম কাপড়ের অভাব। বিকেল থেকে সকাল অবধি ঘন কুয়াশার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে।
আজ সকাল ১১ টার পর দিনাজপুরে সূর্যের মুখ দেখা গেছে। সূর্য ওঠার কারণে নিম্ন আয়ের মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
এদিকে দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে প্রতিদিনই আউটডোর ও ইনডোরে শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছেন। শীতজনিত রোগ ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনিন্দ্র নাথ রায় জানান, শিশুদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তিনি অনুরোধ করেন প্রয়োজন ছাড়া যেন কেউ ঘরের বাইরে না যায়। কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না শিশুদের।
অন্যদিকে ঘন কুয়াশার কারণে আলু ও বোরো বীজতলার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান কৃষকদের বোরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেন।