জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শোক, ক্লাস-পরীক্ষা বন্ধ
ইজিবাইক দুর্ঘটনায় শিক্ষার্থী আফসানা করিম রিচির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ বুধবার (২০ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হচ্ছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
একদিনের শোক পালন উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি সব ক্লাস-পরীক্ষা বন্ধ এবং পরিবহণ বিভাগের সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে, শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন রাস্তায় ইজিবাইক দুর্ঘটনার প্রাণ হারান ৫৩তম ব্যাচের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রিচি। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে নেমে আসে শোকের ছায়া।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে পরিমাণ ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তারা চেয়ে প্রায় দ্বিগুণ ইজিবাইক চলছে। দুর্ঘটনায় রিচির মৃত্যুতে গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আফসানা করিম রিচি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. রেজাউল করিম, মা কিছমত আরা। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।