লক্ষ্মীপুরে তিনটিতে নৌকা, একটিতে হাতপাখা বিজয়ী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/11/lakshmipur-up-chairman-picr.jpg)
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নে একেএম নুরুল আমিন, চরকাদিরা ইউনিয়নে মাওলানা খালেদ সাইফুল্লাহ, চরমার্টিন ইউনিয়নে ইউছুফ আলী মিয়া ও রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে তাওহিদুল ইসলাম সুমন (বাঁ থেকে)। ফাইল ছবি
লক্ষ্মীপুরে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটি আওয়ামী লীগ ও একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বিজয়ীদের নাম নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নে ইউছুফ আলী মিয়া (নৌকা), চরলরেন্স ইউনিয়নে একেএম নুরুল আমিন (নৌকা, বিনা প্রতিদ্বন্দ্বিতায়), চরকাদিরা ইউনিয়নে মাওলানা খালেদ সাইফুল্লাহ (হাতপাখা) ও রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে তাওহিদুল ইসলাম সুমন (নৌকা)। এর মধ্যে ইউছুফ আলী মিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাওহিদুল ইসলাম সুমন বর্তমান চেয়ারম্যান।