কিশোরগঞ্জ-৩ আসনে আ.লীগপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল
কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ রোববার (৩ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে
কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র বাছাই শেষে আওয়ামী লীগের এক প্রার্থীসহ ১০ জনের প্রার্থিতা বাতিল এবং চারজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
বাদপড়া প্রার্থীদের মধ্যে আছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান। কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জমান রঞ্জন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব ও সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম এবং বেসরকারি শিক্ষক অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ মোহাম্মদ সাদী।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন মুজিবুল হক চুন্নু এবং কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।