দেশ বাঁচাতে সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো ওয়ে নেই : ইসি আহসান হাবিব
‘দেশকে বাঁচাতে, অর্থনীতিকে বাঁচাতে শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন করা ছাড়া আমাদের কোনো ওয়ে নেই’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে চারটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শেষে গণমধ্যমকর্মীদের এ কথা বলেন ইসি মো. আহসান হাবিব খান।
সুষ্ঠু ভোট, নিজের ভোট নিজে দিতে না পারা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইসি আহসান হাবিব বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিয়ে কীভাবে আমরা এগিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। তারা (ভোটার) এমন সংশয় প্রকাশের পেছনে আগে অভিজ্ঞতা অর্জন করেছে বা দেখেছে। ভুলে যেতে হবে এবার এ ধরনের কোনো কিছু হবে না।’
গণতন্ত্রকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, অর্থনীতিকে বাঁচাতে হবে, শিল্পকে বাঁচাতে হবে। এ জন্যই শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন করা ছাড়া আমাদের কোনো ওয়ে নেই।’
বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ডিআইজি মো. জামিল হাসান, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেন, র্যাব ৮-এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আল শোভন, বিজিবি খুলনা ব্যাটালিয়ন ২১-এর অধিনায়ক লে. কর্নেল মো. খুরশিদ আনোয়ার, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সব প্রার্থীসহ প্রশাসনের কর্মকর্তারা।