আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে যা বলা হয়েছে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/27/piem_ishtehaar_0.jpg)
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ছবি : ফোকাস বাংলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ইশতেহারের স্লোগান ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। পাঠকদের জন্য আওয়ামী লীগ ঘোষিত নির্বাচনি ইশতেহার তুলে ধরা হলো—