দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন : ইসি হাবিব
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের তাৎপর্য অনেক। দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন। আর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে।’
আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি আহসান হাবিব খান।
এর আগে ইসি আহসান হাবিব খান বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
আহসান হাবিব খান বলেন, সব প্রার্থীই আমাদের কাছে সমান। কাউকে ছোট বড় করে দেখার সুযোগ নেই। কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোর ভাবে দমন করা হবে।’
এ সময় সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইসি আহসান হাবিব খান।
সভায় বরিশাল সদর উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলার সব চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।