আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস
কবি ত্রিদিব দস্তিদার তাঁর কবিতায় লিখেছিলেন, ‘ভালোবেসে কি ফতুর করা যায়?/ ভালোবাসা ফতুর হয় না কখনো/ তবে আমি তোমাকে ভালো বাসতে বাসতে ফতুর করে দেব।’
কবির কবিতার প্রশ্নের উত্তর দিতে পারবেন কেবল একজন প্রেমিক আর প্রেমিকা। ইংরেজিতে যেটা ‘বয়ফ্রেন্ড’ আর ‘গার্লফ্রেন্ড’। প্রেমিক আর প্রেমিকাভেদে এ প্রশ্নের উত্তর আলাদা বা ভিন্ন রকম হলেও আজকের দিনটা শুধু প্রেমিকদের জন্য। কারণ, আজ (৩ অক্টোবর) বিশ্ব প্রেমিক দিবস।
জানা গেছে, ২০১৪ সাল থেকে এ দিনটিকে প্রেমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে এটা জনপ্রিয়তা পেয়েছে ২০১৬ সালের পর। বর্তমানে বিশ্বব্যাপী দিনটি নানা আয়োজনে পালন করেন প্রেমিকারা।
এ দিন প্রেমিকারা উপহার দিয়ে মনে করিয়ে দেন, তাঁরা কতটা ভালোবাসেন তাঁদের প্রেমিককে। একসময় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেমিককে দিনটি স্মরণ করিয়ে দিতেন প্রেমিকারা। এখন ইন্টারনেটের মাধ্যমে নানা মজা করে ভালোবাসার কথা প্রকাশ করেন প্রেমিকারা।
পৃথিবীর সব প্রেমিকার কাছে তাঁর প্রেমিক বন্ধুর চেয়ে বেশি কিছু, আবেগ ও ভরসার স্থান। তাই তো এমন দিনে জীবনানন্দ দাশের এ কবিতা উচ্চারণ করাই যায়, ‘তুমি সখী, ডুবে যাবে মুহূর্তেই রোমহর্ষে—অনিবার অরুণের ম্লানে/ জানি আমি; প্রেম যে তবুও প্রেম; স্বপ্ন নিয়ে বেঁচে রবে, বাঁচিতে সে জানে।’