রাশ্মিকার আদর্শ পুরুষ কেমন হবেন?
বলিউড হোক কিংবা তামিল ফিল্ম জগৎ— রাশ্মিকা মান্দানার সিনেমার নায়ক সব সময়েই একটু অন্যরকম। ‘পুষ্পা’-এ তার স্বামী পুষ্পা রাজ লাল চন্দনের স্মাগলার। ‘অ্যানিম্যাল’ সিনেমাতে রাশ্মিকার নায়ক রণবীর কাপূরের চরিত্রে জন্তুতুল্য বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন পরিচালক। কিন্তু নিজের জীবনে যাকে নায়কের মর্যাদা দেবেন অভিনেত্রী, তার মধ্যে কী কী গুণ থাকা দরকার? এমন প্রশ্ন করা হয়েছিল রাশ্মিকাকে। জবাবে রাশ্মিকা বলেছেন, ‘জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার সঙ্গে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি।’ অবশ্য রাশ্মিকার চাহিদার তালিকা সেখানেই শেষ হচ্ছে না। খবর আনন্দবাজার অনলাইনের
রাশ্মিকার ঘটমান বর্তমান
সম্প্রতি দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রাশ্মিকার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও প্রকাশ্যে দু’জনের কেউই সম্পর্কের কথা শিকার করেননি। বিজয়ের সঙ্গে এর আগে বলিউডের অভিনেত্রী অনন্যা পান্ডের নাম জড়িয়েছিল। তবে সেই কাহিনি এখন অতীত। দক্ষিণের কমবয়সি ভক্ত-অনুরাগীদের মনে ঢেউ তোলা বিজয় এখন রাশ্মিকার সঙ্গেই সময় কাটাচ্ছেন। ফটোগ্রাফারদের লেন্সে বহুবার ধরাও পড়েছে দু’জনের একান্তে সময় কাটানোর ছবি। এর মধ্যেই জীবনসঙ্গীর থেকে তার চাহিদা কী, এ নিয়ে কথা বলেছেন এই দক্ষিণী অভিনেত্রী।
রাশ্মিকার চাহিদা
সঙ্গীর কাছ থেকে তিনি কী কী আশা করেন তা স্পষ্ট করেই রাশ্মিকা বলেছেন, ‘তিনি যে-ই হোন, তার মনে দয়া-মায়া থাকতে হবে। আর থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি। তার সঙ্গে থাকলে আমি যেন নিরাপদ বোধ করি।’
এর আগে রাশ্মিকার সম্পর্ক ভেঙেছে। বাগদান পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার সমস্যা হচ্ছে জানিয়ে সম্পর্ক থেকে সরে আসেন রাশ্মিকা। তবে দ্বিতীয়বার আর সেই ভুল করতে চান না অভিনেত্রী। রাশ্মিকা বলেছেন, ‘যেকোনো সম্পর্কে ভালবাসার পাশাপাশি, যত্ন, সম্মান ও সঙ্গীর প্রতি নিবেদিত হওয়ার যে আবেগ তা আমার মধ্যে স্বাভাবিকভাবেই আসে। আমি চাই আমার সঙ্গীর মধ্যেও তা থাকুক। সহানুভূতিশীল মন না থাকলে তার সঙ্গে পথ চলা মুশকিল।’