দাম্পত্য চাঙ্গা রাখতে চান? একসঙ্গে রান্না করুন
আপনি কি খেতে ভালোবাসেন? আপনার পার্টনারও কি তাই? আপনারা কি কখনো একসঙ্গে রান্না করেছেন? করে থাকলে তো খুব ভালো কথা। এই অভ্যাস চালিয়ে যান। কারণ মনোবিদরা বলছেন, স্বামী-স্ত্রী একসঙ্গে রান্না করলে তাঁদের সম্পর্ক মজবুত হয়।
আর কখনো একসঙ্গে রান্না না করে থাকলে আজ থেকেই শুরু করে দিন। দাম্পত্য চাঙ্গা করতে একসঙ্গে রান্না করার কিছু উপকারের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
- যোগাযোগ ভালো হয়
দাম্পত্যে ঝগড়া-বিবাদ স্বাভাবিক ব্যাপার। এটি সব সংসারেই সাধারণ সমস্যা। একসঙ্গে রান্না করলে কিন্তু তথ্যের আদান-প্রদান ভালো হয়। সঙ্গীর সঙ্গে নতুন রেসিপি শেয়ার করলেন, রান্নাও করলেন—এটিই হয়ে উঠতে পারে ‘ডেট’-এর চমৎকার উপায়।
- নতুন কিছু শেখা
রান্না এক ধরনের শিল্প। উপাদানের ব্যবহার, উপাদানগুলোকে বিভিন্ন আকৃতিতে কাটা, রান্না করা এবং শেষে পরিবেশন—সবকিছুই শিল্প।
রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নতুন নতুন বিষয় শিখতে পারছেন। এতে ছোট ছোট বিষয়ের প্রতি দায়িত্ববান হওয়ার বিষয়টি শেখা যায়।
- রসুইঘরের প্রেম
রান্না করতে করতে বা একসঙ্গে সময় কাটাতে কাটাতে একজন আরেকজনের সংস্পর্শে বেশ ঘনিষ্ঠভাবে আসা যায়। এতে দাম্পত্যের রসায়ন বেশ জমে ওঠে। তাই নয় কি?
- যত্নবান হওয়া
আমরা যখন রান্না করি, তখন অপরের পছন্দ-অপছন্দের দিকে খেয়াল রাখার চেষ্টা করি। এমনকি ছোটখাটো বিষয়ের প্রতিও যত্নবান হওয়ার চেষ্টা করা হয়। এই যত্ন কিন্তু অপর মানুষটিকে অন্য রকম আনন্দ দেয়। এটি সম্পর্ক মজবুত করতে সাহায্য করে।