নতুন সম্পর্ক, পুরোনো নিয়মে কেন থাকবেন?
নিয়ম-কানুন কেন বানানো হয়? উত্তরে বলা যেতে পারে, সম্পর্ক ঠিকঠাক রাখতে বা সবকিছুকে একটি ধারার মধ্যে ফেলতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিয়ম বদলায়।
যেমন ধরুন, ডেটে গিয়ে পুরুষই সবসময় বিল দেবে। এমনটা ভাবে বা চায় অনেকে। তবে নারীও তো এখন সাবলম্বী হচ্ছে। তাহলে বিলের ক্ষেত্রে নারীরাও অংশগ্রহণ করতে পারে- এমনই কিছু নিয়ম রয়েছে যেগুলো ভেঙে দেখতে পারেন। এতে সম্পর্ক খুব ভালো না হলেও খারাপ হবে না।
পুরুষই সবসময় নারীকে পাত্তা দেবে
সম্পর্কের ক্ষেত্রে সবসময় প্রেমিকই প্রেমিকাকে প্রশ্রয় দেবে, এমন চিন্তা থেকে বের হয়ে আসুন। ধরুন, আজকে প্রেমিকের জন্মদিন, প্রথমে আপনিই তাকে ফোনটি করুন। সেও যে আপনার কাছে ‘বিশেষ’, এ বিষয়টি বোঝান।
আসলে এটা এমনও নয় যে কে কাকে পাত্তা দিল, আর দিল না তা নিয়ে হিসাব কষা। দুজনই দুজনকে আবেগীয় উষ্ণতা দিন, বিশেষ অনুভব করান।
রেগে বিছানায় যাওয়া
কখনো কখনো তর্ক হিংসাত্মক ও আক্রমণাত্বক হয়ে উঠতে পারে। যখন খুব বেশি মাথা গরম হয়ে যাবে তখন নিজের অহংকে সামনে এনে তর্ক বাড়াবেন না। আর এ অবস্থায় একসঙ্গে বিছানায় না যাওয়ার পরামর্শই দেন আধুনিক মনোসম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা। এতে তর্ক জটিল দিকে মোড় নিতে পারে। মাথা ঠাণ্ডা হলেই ঘুমাতে যান।
রহস্য না রাখা
কিছুটা রহস্য কিন্তু সম্পর্কের জন্য ভালো। প্রেম করছেন বলেই সবকিছু প্রেমিক বা প্রেমিকাকে জানিয়ে দিয়ে নিজেকে উজাড় করে দিতে হবে, তা কিন্তু নয়। সম্পর্কে কিছুটা রহস্যও রাখুন। কিছু জিনিস থাকুক একদম নিজের। এতে নিজের জন্য একটু জায়গাও পাবেন এবং সম্পর্ক একঘেয়ে হবে না।