নতুন সম্পর্ক শুরুর আগে ৪ বিষয় অবশ্যই নিশ্চিত করুন
মনের মতো সম্পর্ক রাতারাতি তৈরি হয় না। এর জন্য ধৈর্য, সাহস ও যত্নের প্রয়োজন। ভালো সম্পর্ক তৈরি করতে সঙ্গীর সঙ্গে ভালো বোঝাপড়ার বিকল্প নেই।
একটি সম্পর্ক ভেঙে গেলে খুব দ্রুত আরেকটি সম্পর্কে না জড়িয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ। এমনই মত দেন মনোবিদরা। তবে সময় গড়ায়। নতুন মানুষের আগমন ঘটে জীবনে। নতুন স্বপ্ন নিয়ে সম্পর্ক গড়ি আমরা।
নতুন সম্পর্ক শুরুর আগে কিছু বিষয় কিন্তু খেয়াল রাখা জরুরি। এতে জটিলতা অনেকটাই এড়ানো যায়। নতুন সম্পর্কে জড়ানোর সময় জরুরি, এমন কিছু বিষয়ের তালিকা দিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণ।
অতীতে পড়ে থাকবেন না
নতুন সম্পর্ক তৈরির আগে নিজেকে একটু নতুনভাবে গড়ুন। পেছনের সম্পর্কে কী ঘটেছিল, কী আপনাকে কষ্ট দিয়েছে, কেন সম্পর্ক ভেঙে গেল—এসব নিয়ে ভাবতে যাবেন না। অতীত স্মৃতি বারবার টেনে এনে নতুন মানুষটির ওপর অবিচার করার কী দরকার বলুন?
বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিন
আমরা সামাজিক প্রাণী, তাই না? আমরা পরিবার ও বন্ধুদের ঘিরে থাকি। তাই নতুন মানুষটিকে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা জরুরি। আপনার বন্ধু ও পরিবারের সম্পর্কে জানলে আপনাকেও বোঝা তাঁর জন্য সহজ হবে।
প্রাক্তনের কথা বর্তমান মানুষটিকে বেশি বলবেন না
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে চাইলে সাবেক প্রেমিক বা প্রেমিকার কথা বর্তমান মানুষটিকে বেশি বলতে যাবেন না। এতে বর্তমান সম্পর্ক জটিল হয়ে যেতে পারে। নতুন মানুষটির ভেতরে হীনমন্যতা তৈরি হতে পারে।
সঙ্গী যেমন, তাঁকে সেভাবেই গ্রহণ করুন
সম্পর্ক আসলে বোঝাপড়ার ব্যাপার। সঙ্গী যেমন, তেমনভাবেই তাঁকে মেনে নেওয়ার চেষ্টা করুন। প্রথমদিকে তাঁর কাজ, পছন্দকে মানুন। তাঁর আস্থা অর্জন করুন। কিছু অপছন্দ হলে না রেগে ধীরে ধীরে তাঁকে বোঝানোর চেষ্টা করুন। এসব খুঁটিনাটি বিষয় সম্পর্ক দীর্ঘমেয়াদি ও সুন্দর করতে সাহায্য করতে পারে বলে মত মনোবিদদের।