যে ৩ প্রশ্ন প্রেমিককে করবেন না
দুটো মানুষ কাছে আসে ভালো যোগাযোগের মাধ্যমে। সারাটা দিন কেমন গেল, কার কার সঙ্গে দেখা হলো, কোনো রঙের পোশাক আজ পরল—এমন অনেক ছোট বিষয় প্রেমিক বা প্রেমিকা শেয়ার করে নিজেদের মধ্যে।
তবে সব কথাই কি বলা ঠিক? মনোবিদরা কিন্তু এ ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দেন। তাঁদের মতে, কিছু কথা সম্পর্কের ভিতকে নষ্ট করে দেয়। সেগুলোর ক্ষেত্রে মুখে তালা দেওয়াই শ্রেয়।
প্রেমিককে বলা ঠিক নয়, এমন কিছু কথার তালিকা দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আসুন জানি—
- তাঁর পরিবার পছন্দ নয়
প্রেমিকের পরিবারের মানুষ আপনি তেমন পছন্দ করেন না, বিশেষ করে তাঁর মাকে। এমন কথা ঘুণাক্ষরেও বলতে যাবেন না প্রেমিককে। বললে যে কী হবে, তা তো অনুমেয়!
- অর্থনৈতিক অবস্থা বারবার জিজ্ঞেস নয়
একটি চমৎকার সম্পর্ক গড়ে ওঠে একসঙ্গে পথ চলতে চলতে। এখানে নিজেরাই নিজেদের গড়ে তোলে। প্রেমিকের টাকা-পয়সা কেমন রয়েছে, এ বিষয়ে কথা বলে বারবার তাকে বিব্রত না করাই ভালো। এতে সে হীনমন্যতায় ভুগতে পারে।
- প্রাক্তনের কথা নয়
অতীতকে বারবার খুঁচিয়ে কী লাভ বলুন? প্রেমিকের প্রাক্তন কে? সে কী করত? এসব নিয়ে বেশি কথা বাড়াতে যাবেন না।
এতে লোকসান ছাড়া লাভ কিছু নেই। এতে নিজেদের সম্পর্কই টালমাটাল হয়ে পড়তে পারে।