যেভাবে ছেলেদের প্রস্তাব দেবেন মেয়েরা
প্রেম নিবেদনের বিষয়টি একচ্ছত্রভাবে ছেলেদের ওপরেই বর্তায়। ভালোবাসার বার্তা যদি এমনই একমুখী হয়ে থাকে আজীবন, তাহলে তো ব্যাপারটা কঠিন। একটি মেয়েরও তো কোনো ছেলেকে ভালোলাগার পর তাকে প্রেম নিবেদনের ইচ্ছে জাগতে পারে, তাই না! এখন সময় বদলেছে, বদলাচ্ছে আরো! পছন্দের ছেলেটিকে চাইলে একটি মেয়েও প্রপোজ বা প্রস্তাব দিতে পারে। এমটিভি ইন্ডিয়ার ফিচারে রয়েছে এ বিষয়ে কিছু পরামর্শ। মেয়েরা জেনে নিন!
১. ছেলেটির শখের দিকে মনোযোগ দিন
যে ছেলেটিকে পছন্দ হয়েছে, তাঁর নিজের পছন্দ আর শখের ব্যাপারে ঝটপট জেনে নিন। তারপরে সেই বিষয়গুলোতে আপনারও আগ্রহ প্রকাশ করুন। এতে তিনি আপনার সঙ্গে একাত্মতা অনুভব করবেন। ব্যস, সম্পর্কটা জমে যেতে সময় লাগবে না!
২. কী খেতে পছন্দ করে সে?
ছেলেটি যা খেতে পছন্দ করে, তা নিজে রান্না করতে পারেন। কিংবা চাইলে তাঁর পছন্দের কোনো খাবারের দোকান বা রেস্টুরেন্টে গিয়ে তাঁর পছন্দের আইটেমটি খাওয়ান। তারপর আসুন আপনার প্রেমের কথায়। একদম অব্যর্থ টিপস!
৩. পুরোনো দিনের স্মৃতিচারণা
ধরা যাক, মাত্র কয়েকদিন হলো ছেলেটির সঙ্গে পরিচয় হয়েছে। এমন সময় কী নিয়ে কথা বলা যায়? নিজেদের নিয়ে! তাহলে নিজের পুরোনো দিনের গল্পগুলো বলুন তাঁকে, শুনতে চান তাঁর গল্প। দেখবেন, ‘আসল’ কথা বলার মুহূর্ত আপনাআপনি চলে এসেছে!
৪. সোজাসাপ্টা বলে ফেলুন
এই পরামর্শ তাঁদেরই জন্য, যাঁরা আসলেই নিজেদের সাহসী মনে করেন। এত ভাবনাচিন্তার কি আছে? মনের কথা, পছন্দের কথা-একদম সরাসরি বলে ফেলুন, স্পষ্টভাবে। আর কিচ্ছু লাগবে না।
৫. চমকে দিন
কী দিয়ে চমক দেবেন, সেটার সিদ্ধান্ত আপনার এবং আপনার পছন্দের মানুষটির সাপেক্ষে নেবেন। কিন্তু এই চমকের দাম দারুণ! একটুখানি চমকে দিন, তারপর মনের কথা দেখবেন বলতেও হচ্ছে না, সে এমনিতেই বুঝে যাচ্ছে!
৬. আদরের পোষা প্রাণী
পোষা কুকুর ছানা কিংবা বিড়ালের জন্য ছেলেরা অনেক গুরুত্ব দেয় বটে! যে মানুষটিকে পছন্দ হয়েছে তার এমন কোনো পোষা প্রাণী আছে কি না দেখুন। সেটির প্রতি আদর দেখালে অনেকটা কাজ নিজে থেকেই হয়ে যাবে!
৭. ধীরে, সুস্থে, সময়মতো
চট করে সিদ্ধান্ত না নিয়ে বরং সময় নিয়ে ছেলেটিকে জানার, বোঝার চেষ্টা করুন। তারপর সঠিক সময় বুঝে মনে কথা জানান তাকে।