পুরোনো প্রেমের কথা সঙ্গীকে বলবেন কী করে?
জীবনে ব্রেকআপ হতেই পারে। কিন্তু নতুন সঙ্গীর কাছে সাবেক সঙ্গীর কথা খুলে বলা বেশ কঠিন একটা কাজ। এটা ঠিক যে, অতীত প্রেমের কথা জানা থাকলে আপনি নিশ্চিন্তে নতুন সঙ্গীর সাথে জীবন কাটাতে পারবেন। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে কীভাবে এবং কখন এই বড় ঘটনাটি নতুন সঙ্গীকে বলবেন? লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে নতুন সঙ্গীকে কোন উপায়ে অতীত প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন— সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
কিছু মানুষ ভাবে নিজের অতীতের প্রেম বা অভিজ্ঞতার কথা নতুন সঙ্গীকে বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু অনেকেই আবার চিন্তা করেন অবশ্যই তাঁরা তাঁদের সঙ্গীকে অতীতের কথা বলে দেবেন। বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক সময়ে এবং সঠিক পন্থায় নিজের অতীতের কথা প্রকাশ করা উচিত। তাই আগে থেকেই ভেবে নিন, যে সময়ে আপনি অতীতের কথা বলছেন, সেই সময়টা যথাযথ কি না এবং আপনার উন্নত জীবনের জন্য কার্যকর কি না।
অনেক উপায়েই সঙ্গীকে অতীতের প্রেমের কথা বলা সম্ভব। কিন্তু কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে যখন আপনি এই কথাগুলো বলবেন। বেশির ভাগ সঙ্গীদেরই অতীতের সম্পর্ক এবং অভিজ্ঞতা জানার প্রতি আগ্রহ কাজ করে। যাদের এমন আগ্রহ বেশি তাদের কাছে এসব জিনিস বলার সময় বেশ সতর্ক থাকা উচিত। নিজের প্রেমবিষয়ক অতীত অভিজ্ঞতা এবং ব্রেকআপের কথা বলতে চাইলে নিচের পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন-
প্রথম ডেটে কখনোই বলবেন না
সব কথা সবসময় বলা যায় না। প্রত্যেকটি কথা বলার সঠিক সময় থাকে। প্রথম দেখা করার সময় অতীত প্রেমের কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। যখন আপনার সঙ্গীর সাথে সম্পর্ক একটু এগোবে তখনই এ ধরনের কথা প্রকাশ করা উচিত। যাতে সে আপনার সম্বন্ধে আগে ধারণা করে নিতে পারে। না হলে নতুন কারো কথা বিশ্বসযোগ্য নাও হতে পারে। তাই প্রথম ডেটে পুরনো কথা কখনোই প্রকাশ করবেন না।
বানানো বন্ধুর প্রেমের গল্প বলা
মাঝে মাঝে অন্যভাবেও সত্যি কথা বলা সম্ভব। এতে অন্যপক্ষের প্রতিক্রিয়া বোঝা যায়। আপনি চাইলে আপনার নিজের অভিজ্ঞতার কথা বন্ধুর নামে চালিয়ে দিতে পারেন। এর একটি ভালো দিকও আছে। যদি অপরপক্ষের প্রতিক্রিয়া বেশি হয় তাহলে আপনি আবার ঘুরিয়ে বন্ধুর কথা দিয়েই শেষ করতে পারবেন। আর যদি দেখেন যে, আপনার সঙ্গী বিষয়টি বোঝার চেষ্টা করছে এবং এ বিষয়ে তার ইতিবাচক অনুভূতি আছে তাহলে নির্দ্বিধায় নিজের কথা বলে দিতে পারেন। হয়তো স্বাভাবিকভাবে সে মেনেও নিতে পারে।
সিনেমা দেখার সময় বলতে পারেন
রোমান্টিক কোনো সিমেনা দেখার সময় আপনি চাইলে নিজের অতীতের কথা বলতে পারেন। এটা অনেক বড় একটা সুযোগ। মজার মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা বলতে পারবেন। তবে মতিগতি ভালো মনে না হলে এমন ভাব দেখাবেন যেন আপনি বিষয়টি ততটা গম্ভীরভাবে বলেননি। বিষয়টি নিছক মজা ছাড়া আর কিছুই না।
তার মেজাজ কেমন আছে বুঝে নিন
যখন আপনার সঙ্গীর মেজাজ খারাপ থাকবে তখন ভুলেও নিজের অতীতের কথা তাকে বলতে যাবেন না। এমনিতেই তখন সে ঝামেলার মধ্যে থাকবে। ঠিক ওই মুহূর্তে তার কাছে এমন কথা বলা মানে, আগুনের মধ্যে ঘি দেওয়া। আপনাকে অবশ্যই সঙ্গীর মনোভাব ও সুবিধাজনক অবস্থা বুঝতে হবে। সঙ্গীর মন মেজাজ ভালো থাকলে নিশ্চিন্তে বলে ফেলুন।
যখন সে খুশিতে উত্তেজিত থাকবে
যখন আপনার সঙ্গী কোনো খুশির খবরে উত্তেজিত থাকবে ঠিক তখন আপনি আপনার অতীত প্রেমের কথা তাকে বলে দিন। দেখবেন, একটু অবাক হলেও বিষয়টি সে মেনে নিতে পারছে।
মেসেজ বা ই-মেইল করতে পারেন
যদি ঘটনাটি মারাত্মক হয়ে থাকে, তাহলে এই বিষয়ে সামনাসামনি ঝামেলা না করাটাই ভালো। সঙ্গীকে ফোনে মেসাজ অথবা বিস্তারিতভাবে ই-মেইল করতে পারেন। এতে সে পুরো বিষয়টি বুঝতে সময় পাবে। পরবর্তী সময়ে দেখা করার আগে বিষয়টি ঠান্ডা হয়ে যাবে এবং তার প্রতিক্রিয়াও কম হবে।
এই উপায়ে আপনি আপনার সঙ্গীর কাছে নিজের পুরোনো প্রেমের কথা বলতে পারেন। দেখবেন, জীবন কত সহজ হয়ে যাবে এবং আপনিও চিন্তামুক্ত হবেন।