মেয়েদের যে ৯ অভ্যাস ছেলেদের অপছন্দ
বদঅভ্যাস কম-বেশি সবার মধ্যেই থাকে। সবার ধারণা, ছেলেদের বদ অভ্যাস একটু বেশি থাকে। তাই বলে মেয়েদের কি কোনো বদ অভ্যাস নেই? একেবারেই নয়! মেয়েদেরও এমন অনেক আচরণ-অভ্যাস রয়েছে, যা ছেলেদের পক্ষে হজম করা একেবারেই কঠিন হয়ে পড়ে। অবশ্য অনেক ছেলেই এ বিষয়গুলোর কোনো প্রতিবাদ করে উঠতে পারে না বিভিন্ন কারণে। লাইফস্টাই বিষয়ক বোল্ডস্কাই ওয়েবসাইটে মেয়েদের কিছু বদ অভ্যাস তুলে ধরা হয়েছে। চলুন, এক নজরে জেনে নিন মেয়েদের কোন অভ্যাসগুলো ছেলেদের অপছন্দ-
- অনেক মেয়েরই ঘামের সমস্যা থাকে। সুগন্ধি ব্যবহারের পর এই ঘামের গন্ধ আরো তীব্র হয়ে যায়, যা ছেলেরা একদমই পছন্দ করে না। তাই ছেলেদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় একটু পরিষ্কার-পরিচ্ছন্নভাবেই যাওয়াই ভালো।
- কথায় কথায় ঝগড়া করা মেয়েদের স্বভাব। কোনো কারণ ছাড়াই অনেক সময় তারা অযথা ঝগড়া করে। মেয়েদের এই অভ্যাস ছেলেরা খুবই অপছন্দ করে। সেটাই তো স্বাভাবিক, তাই না!
- যেসব মেয়ে কথায় কথায় কান্নাকাটি করে, তাদের ছেলে একদমই সহ্য করতে পারে না। তাই অকারণে কান্নাকাটি করার অভ্যাস পরিহার করুন। এতে ছেলেরা খুবই বিরক্ত হয়।
- কিছু কিছু মেয়ে আছে যারা নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ে। তাদের এই অভ্যাস কোনোভাবেই ছেলেরা মেনে নিতে পারে না। ছেলেরা কেবল অপছন্দ করে বলেই নয়, নেশাজাতীয় দ্রব্য কারো জন্যই ভালো নয়। কাজেই সে রকম কোনো অভ্যাস থাকলে তা ছেড়ে দেওয়াই ভালো।
- পিছনে কথা বলার অভ্যাস মেয়েদের অনেক বেশি থাকে। কেউ সামনে এলে তার সঙ্গে এমন আচরণ করে যেন তার মতো ভালো কেউ নেই। অথচ সেই মানুষটি চলে গেলেই তার সম্বন্ধে বদনাম শুরু করে দেয়। বিশেষ করে যখন কয়েকজন মেয়ে একসঙ্গে হয় তখন বেশি করে অন্যের বদনাম করে। আর এই অভ্যাস কোনো ছেলেরই পছন্দ না।
- অনেক মেয়েই অলস প্রকৃতির হয়। সবসময় কাজে অনীহা, অন্যের ঘাড়ে কাজ চাপিয়ে দেওয়ার স্বভাবের মেয়েদের একেবারেই পছন্দ করে না ছেলেরা।
- কেউ কেউ আছে যারা অকারণেই বিরক্ত হয়। এই ধরনের অভ্যাস যেসব মেয়ের মধ্যে আছে তাদের ছেলেরা পছন্দ করতে পারে না। কারণ, এই বিরক্তিকর অভ্যাস তাদের সম্পর্ককে নষ্ট করে।
- যারা যেকোনো কথাকে নেতিবাচকভাবে উপস্থাপন করে ঝামেলা সৃষ্টি করতে চায় তাদের ছেলেরা পছন্দ করে না। তারা চিন্তা করে, এসব মেয়ে তার জীবনসঙ্গী হলে কখনোই সে সুখী হবে না।
- মেয়েরা অনেক বেশি শপিং করে এটা সত্যি। কিন্তু যেসব মেয়ে অতিরিক্ত মাত্রায় শপিং করে তাদের ছেলেরা পছন্দ করে না।