ছেলেদের যে সাত আচরণ মেয়েদের পছন্দ না
ভালোমন্দ মিলিয়েই মানুষ। প্রত্যেক মানুষেরই ভালো গুণ থাকে, আবার খারাপ দিকটাও থাকে। কিন্তু ছেলেদের কিছু আচরণ বা অভ্যাস আছে যা মেয়েরা সহজে মেনে নিতে চায় না। ছেলেদের যেসব আচরণে মেয়েরা বিরক্ত হয় তার একটি তালিকা তুলে ধরেছে মেনজএক্সপি ওয়েবসাইট। চলুন দেখি সেই তালিকায় কী আছে।
- মেয়েদের মধ্যে আবেগ একটু বেশিই কাজ করে। যেকোনো কিছুতেই তারা আবেগপ্রবণ হয়ে পড়ে। আর এই বিষয়গুলোকেই ছেলেরা অবহেলা করে। যা মেয়েদের খুবই অপছন্দের।
- ছেলেরা এক জিনিস অনেকবার বলার পর করে। তারা এমন ভাব দেখায় যে তাদের সময় নেই। আর যখন কাজটি করে তখন মনে হয় যেন বিশ্বের সবচেয়ে কঠিন কাজটি করে ফেলেছে। ছেলেদের এমন আচরণ মেয়েরা পছন্দ করে না।
- ছেলেরা সেসব মেয়ের প্রেমে বেশি পড়ে যারা তাদের খুব একটা পছন্দ করে না। যে মেয়েটি তাকে না বলে দেয়, তার সঙ্গেই সম্পর্ক করার জন্য ছেলেরা উঠেপড়ে লাগে। এই অভ্যাস প্রায় সব ছেলের মধ্যেই আছে। যা মেয়েরা পছন্দ করে না।
- ছেলেদের যতই বয়স হোক না কেন ভিডিও গেমসের নেশা তার কমে না। একটু সময় পেলেই গেমস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন ছেলেমানুষি স্বভাব মেয়েরা একদমই পছন্দ করে না।
- যখন কোনো বিষয়ে ঝগড়া হয় তখন মেয়েরা একা থাকতে পছন্দ করে। ছেলেদের সেখান থেকে চলে যেতে বললে তারা আরো বেশি করে থাকতে চায়, বোঝাতে চায়। এই বিষয়েও মেয়েরা আরো বেশি বিরক্ত হয়।
- মেয়েরা সাজতে বেশি সময় নিলে ছেলেরা রাগ করে। আবার সুন্দর না লাগলে অন্য মেয়েদের প্রতি আকর্ষিত হয়। এমন দোটানা স্বভাবের ছেলেদের মেয়েরা পছন্দ করে না।
- যেসব ছেলে নিজেকে ফিট রাখে না- পোশাকে, চলাফেরায়, কথা বলার ক্ষেত্রে স্মার্ট থাকে না তাদের মেয়েরা জীবনসঙ্গী হিসেবে কখনোই চায় না। এমনকি তাদের সঙ্গে কথা বলতেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না।