প্রথম ডেটে কী করবেন, কী করবেন না
কারো সঙ্গে প্রথম দেখা করতে যাওয়ার সময় মানুষ অনেক দ্বিধার মধ্যে থাকে। কী করবে, কী করবে না—এ চিন্তায় আগের দিন রাতে ঘুম হয় না। যতই পরিকল্পনা করুন না কেন, দু-একটা ভুল হয়েই যায়। এর ফলে সম্পর্কটা আর বেশি দূর আগায় না।
প্রথম ডেটে কী করবেন, কী করবেন না—সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে। জেনে নিন, প্রথম ডেটে ভুল এড়ানোর উপায়গুলো :
- আপনার জীবনে অতীতে যদি কেউ থেকে থাকে, তাঁর সম্বন্ধে জানিয়ে রাখা ভালো। কিন্তু ভুলেও তাঁর বদনাম করবেন না। এতে আপনার জীবনে নতুন যিনি আসতে চলেছেন, তিনি আপনাকে সহজভাবে নেবেন না।
- কখনোই তাঁর সামনে বেশি কিছু প্রকাশ করার চেষ্টা করবেন না যে আপনি অনেক কিছু জানেন। নিজেকে জাহির না করে তাঁর সম্বন্ধে আগ্রহ নিয়ে জানার চেষ্টা করুন।
- নিজের ফোনটি বন্ধ রাখার চেষ্টা করুন। সাইলেন্স মুডেও রাখতে পারেন, যাতে ফোন এলে সে বিরক্ত না হয়। বা ফোন এলেও কেটে দিন, যাতে তিনি বুঝতে পারেন যে আপনার কাছে তিনি গুরুত্বপূর্ণ।
- কোনো রেস্তোরাঁয় দেখা করতে গেলে খুব বেশি খাবার খাওয়ার চেষ্টা করবেন না। আর পরিপাটিভাবে খাবার খাওয়ার চেষ্টা করুন। কারণ, খাওয়ার ধরন দেখলেই মানুষের ব্যক্তিত্ব সম্বন্ধে আন্দাজ করা যায়।
- প্রথমে ডেটে এমন কোনো পোশাক পরবেন না, যাতে আপনার প্রতি তাঁর খারাপ ধারণা হয়। ছিমছাম এবং যে পোশাকে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সে ধরনের পোশাক পরার চেষ্টা করুন। দেখতে ভালো লাগবে। আর যে রংটি আপনাকে মানায়, সেই রংই বেছে নিন।
- নিজে খুব বেশি কথা বলবেন না। তাঁকেও বলার সুযোগ দিন। এমনভাবে তাঁর সামনে কথা বলবেন, যাতে সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করে। একটা কথা মনে রাখবেন, কথা দিয়েই মানুষের মন জয় করা যায়, শুধু সুন্দর করে কথা বলতে জানতে হয়।
- একে অন্যকে জানার চেষ্টা করুন। তবে প্রথমেই ব্যক্তিগত কোনো বিষয়ে প্রশ্ন করবেন না। সে যদি ব্যক্তিগত কোনো প্রসঙ্গ নিজে থেকে তোলে, তাহলে আপনি পরবর্তী প্রশ্ন করতে পারেন।
- নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানিয়ে রাখুন, যাতে পরে এ বিষয়ে তাঁর কোনো আপত্তি না থাকে। শুরু থেকেই সব জেনে রাখা ভালো।
- সে যদি একা দেখা করতে আসে, তাহলে আপনিও একা যাওয়ার চেষ্টা করুন। কারণ, দুজন অপরিচিত মানুষের সামনে সে অস্বস্তি বোধ করতে পারে।
- তাঁর সামনে ফোনে বারবার ফেসবুক দেখবেন না। এটা হয়তো আপনার অভ্যাস। কিন্তু তিনি বিষয়টি ভালোভাবে নাও নিতে পারেন।