রঙ বাংলাদেশের পথচলা শুরু

নতুন বছরের সূচনায় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের নতুন শাখা সংযোজিত হলো গত ৫ জানুয়ারি। সেদিন বিকেলে নিউ বেইলি রোডের অ্যাসাইন কাশেম প্যারাডাইসে (তৃতীয় তলা, দোকান-৬) নতুন এই শাখার উদ্বোধন করেন রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাসের মা শ্রীমতী নিবেদিতা দাস। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ডিজাইন উপদেষ্টা চন্দ্রশেখর সাহা ছাড়াও অগণিত বন্ধু-স্বজন-শুভানুধ্যায়ীসহ গণ্যমান্য অতিথিরা।
১৯৯৪ সালে চাষাঢ়ার সান্ত্বনা মার্কেটে রঙের প্রথম শাখার উদ্বোধন করেছিলেন সৌমিক দাসের বাবা প্রয়াত প্রিয়লাল দাস।
২১ বছর পর রঙ এখন দুই ভাগে বিভক্ত; সম্প্রসারণের লক্ষ্যে আলাদা ব্যবসা পরিচালনা শুরু করেছেন এর অংশীদাররা। নতুন বছরে সৌমিক দাসের দক্ষ নেতৃত্বে পুরোনো অভিজ্ঞতাকে সঙ্গী করে যাত্রা শুরু করেছে রঙ বাংলাদেশ। এই পথচলা স্মরণীয় হয়ে থাকছে আজ নতুন শাখার দ্বার উন্মোচনের মধ্যে দিয়ে।
এই আউটলেটেও ভোক্তারা তাঁদের পছন্দের প্রতিটি ফ্যাশন পণ্য পাবেন। পোশাক, অ্যাকসেসরিজ, হোমটেক্সটাইল ইত্যাদি থাকবে নতুন আয়োজন ও আঙ্গিকে; ডিজাইনের নতুন উপস্থাপনায়।
দুই দশকের বেশি সময় ধরে রঙ ফ্যাশনপ্রিয় বাঙালিকে তাদের পোশাক আর অ্যাকসেসরিজ দিয়ে রাঙিয়ে এসেছে। সেই ধারা অব্যাহত রাখতে প্রত্যয়ী রঙ বাংলাদেশ।