বাবার সান্নিধ্যে বুদ্ধি বাড়ে বাচ্চার
ছোট বাচ্চাদের কাছে প্রায় সময়ই একটা প্রশ্ন করা হয়, ‘কে বেশি আদর করে? বাবা না মা?’ বিব্রতকর এই প্রশ্ন বাচ্চারা কিন্তু এড়িয়ে যায় না। সুন্দর করে উত্তর দেয়, ‘দুজনই’। তারপর আবার যদি প্রশ্ন করা হয়, তখন হয়তো চাপে পড়ে বা বড়দের মুখ রক্ষার্থে বলেই ফেলে বাবা অথবা মা থেকে যেকোনো একজনের নাম।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসলের একদল গবেষক জানিয়েছেন, যেসব বাচ্চা বাবার সঙ্গে বেশি সময় কাটায় তাদের উপস্থিত বুদ্ধি বাকিদের থেকে বেশি হয়। ছোটবেলায় বাবার সাথে যেসব বাচ্চারা বেশি সময় কাটায় বড় হয়ে তারা কর্মক্ষেত্রেও বাকিদের চেয়ে এগিয়ে থাকে। এ খবর জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফ।
গবেষকদের দাবি, বাবারা মেয়ে সন্তানের চেয়ে ছেলে সন্তানের প্রতি বেশি নজর দেন। তাঁদের দাবি, বাবা-মায়ের উচিত বাচ্চাদের প্রচুর সময় দেওয়া। তবে মায়ের চেয়ে এই ক্ষেত্রে বাবাদের বেশি ভূমিকা রাখতে হবে।
১১ হাজারেরও বেশি ব্রিটিশ পুরুষ ও নারীর ওপর জরিপ চালান গবেষকরা। জরিপে অংশ নেওয়া প্রত্যেকের ছোটবেলা নিয়ে প্রশ্ন করা হয়। গবেষকরা তাঁদের মায়ের সাথেও কথা বলেন। মায়েদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল ছোটবেলায় বাবার সাথে তাদের সম্পর্ক কেমন ছিল?
গবেষণার ফলাফল নিয়ে ‘এভুলিউশন অ্যান্ড হিউম্যান বিহ্যাভিয়ার জার্নালে’ একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন তাঁরা। সেখানে গবেষকরা লিখেছেন, ‘যাঁরা ছোটবেলায় বাবার সঙ্গে বেশি সময় কাটিয়েছেন তাঁরা বাকিদের চেয়ে বেশি বুদ্ধিমান এবং তাঁরা মানুষের সাথে সহজে মিশতে পারেন। কর্মক্ষেত্রেও তারা বাকিদের থেকে সফল।’
গবেষণা দলের প্রধান গবেষক ড. ড্যানিয়েল নাটালে বলেন, ‘আমাদের জন্য গবেষণার ফলাফল খুবই আশ্চর্যজনক ছিল। কারণ যারা ছোটবেলায় বাবাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন তারা ৩০ বছর পর নিজেদের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছেন এবং বাকিদের থেকে সবক্ষেত্রেই সফল হয়েছেন।’