কীভাবে বুঝবেন সঙ্গী আপনাকে ছেড়ে যাবে না?
প্রেমের সম্পর্কে জড়ানোর পর দুজনের মধ্যেই একটা ভয় কাজ করে, সঙ্গী আমাকে ছেড়ে চলে যাবে না তো? এমন অনেক সম্পর্কই আছে যাদের সব ঠিকঠাক থাকার পরেও বিচ্ছেদ হয়ে গেছে। আপনাদের যদি নতুন সম্পর্ক হয়ে থাকে এবং মনে মনে সঙ্গীকে নিয়ে এমন শঙ্কায় থাকেন তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন। কারণ এগুলো থেকেই আপনি বুঝতে পারবেন যে কেন সঙ্গী আপনাকে ছেড়ে যাবে না।
- যে সব সময়ই আপনার খোঁজখবর নেয়, আপনার সুখের কথা চিন্তা করে সে কখনোই আপনাকে ছেড়ে যেতে পারে না। আপনার কষ্ট হবে বলে যে নিজেই সব কাজ গুছিয়ে রাখতে চায়, সে কি আপনাকে ছেড়ে যেতে পারে বলুন? এই লক্ষণই বলে দেবে যে, সে কখনোই ছেড়ে যাবে না।
- ভালো হোক, খারাপ হোক সব ধরনের খবরই যে আপনাকে বলতে দ্বিধাবোধ করে না, সে যত সমস্যাই হোক আপনাকে ছেড়ে যাবে না। যে মানুষ আপনার কাছে কোনো কথা লুকাবে না, সে কখনোই বিচ্ছেদ চাইবে না।
- যে শারীরিক সম্পর্ককে খুব বেশি গুরুত্ব দেয় না সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। কারণ ভালোবাসাটাই তার কাছে মুখ্য। যে আপনাকে সত্যি ভালোবাসে সে কি আপনাকে হারাতে চাইবে বলুন?
- যে তার গোপন কথা নির্দ্বিধায় আপনাকে বলে দিতে পারে, সে আপনাকে অনেক বেশি বিশ্বাস করে। আর সত্যিকারের ভালোবাসা না থাকলে এই বিশ্বাস তৈরি হয় না। এর মানে সে আপনাকে খুবই ভালোবাসে এবং আপনাকে ছেড়ে যাওয়ার কথা সে চিন্তাই করতে পারে না।
- যে আপনার সব ভুলগুলো অনায়াসে মেনে নিতে পারে, সে আপনাকে ছেড়ে যাবে এটা ভাবলেন কী করে? সব অন্যায়, সব ভুল সে-ই ভুলে যেতে পারে যে সত্যিকারের ভালোবাসে। সে কখনোই আপনাকে হারাতে চাইবে না।