সাবেক প্রেমিককে কী প্রশ্ন করতে চায় মেয়েরা?
বিচ্ছেদ সবসময়ই কষ্টের। আপনি শুধু একজন প্রেমিকা বা প্রেমিকই হারান না এর সঙ্গে একজন ভালো বন্ধুকেও হারান। মানসিকভাবে যখন কারো সাথে আপনার সখ্যতা তৈরি হওয়ার পর সে আপনাকে ছেড়ে চলে যায় তখন মনের অজান্তেই প্রতি মুহূর্তে হাজারো প্রশ্ন আপনার মাথায় ঘুরতে থাকে। মেয়েদের এই সমস্যাটা বেশি হয়। সাবেক প্রেমিককে খুবই সাধারণ কিছু প্রশ্ন করার জন্য সে মনে মনে উতলা হয়ে যায়। কখনো হয়তো সেসব প্রশ্নের উত্তর জানা হয় না, তবুও সারাজীবন সেই প্রশ্নগুলো তার মনের গভীরে থেকে যায়।
কোন প্রশ্নগুলো মেয়েরা তাদের সাবেক প্রেমিককে করতে চায় তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে জীবনধারা বিষয়ক আইডিভা ওয়েবসাইটে।
১. এখনো কি তোমার আমার কথা মনে পড়ে?
২. তোমার কি মনে হয় আমার সঙ্গে সম্পর্ক করে তুমি ভুল করেছিলে?
৩. তুমি তোমার নতুন প্রেমিকাকে কি আমার কথা বলেছ?
৪. আচ্ছা, তুমি কখন বুঝতে পেরেছ যে, আমাকে আর ভালোবাস না?
৫. আমার সঙ্গে থাকাটা কি খুবই কঠিন ছিল?
৬. আমরা একসঙ্গে থাকলে যা যা করতাম এখনো কি তুমি তাই করো?
৭. আমার পছন্দের গান শুনলে বা আমার প্রিয় খাবার খাওয়ার সময় কি আমার কথা মনে পড়ে?
৮. আমার কাছে কি তোমার কখনো ফিরে আসতে মন চায়?
৯. আমার কোনো জিনিস কি তুমি এখনো তোমার কাছে রেখে দিয়েছ?
১০. তুমি কি কখনো আমাকে বিয়ে করবে বলে চিন্তা করেছিলে?
১১. তুমি কি কখনো আমার সঙ্গে তোমার নতুন প্রেমিকার তুলনা করো?
১২. তোমার বন্ধুরা কি এখনো আমার কথা বলে?
১৩. তোমার মা-বাবা কি আমার কথা তোমার কাছে জানতে চায়?
১৪. আমরা কেন ব্রেকআপ করেছিলাম এই কথা কি তুমি সবাইকে বলেছিলে?
১৫. সম্পর্ক থাকা অবস্থায় তুমি কি কখনো আমার সঙ্গে প্রতারণা করেছিলে?