আপনিও কি ঘনিষ্ঠ বন্ধুদের মিথ্যা বলেন?
আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের খুবই ভালোবাসি। কিন্তু তাদের কাছে কি আমরা সব সময় সত্যি কথা বলি? না, বলি না। কাছের বন্ধুদের সঙ্গেও মানুষ মিথ্যা বলে, যদিও সেই মিথ্যা ক্ষতিকর কিছু নয়। তো সেই সাদাসিধে মিথ্যা কথার একটা তালিকা তৈরি করেছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট আইডিভা। মিলিয়ে দেখতে পারেন এসব মিথ্যা আপনিও বলেন কি না।
১. তোর যে ছবিগুলো ভালো হয়নি, আমি ফোন থেকে সেগুলো মুছে দিয়েছি। (আসলেই কি ছবি ভালো হয়নি?)
২. তুই ১০ মিনিট অপেক্ষা কর। আমি রাস্তায়, আসছি। (আসলে অপেক্ষা করতে হবে নিদেনপক্ষে ৩০ মিনিট।)
৩. তোর এই পোশাকটা আমি আজ নিয়ে যাব। রাতের অনুষ্ঠানে পরব। কালই দিয়ে যাবৱ। (এক সপ্তাহের কমে পোশাক ফেরত পাওয়া যাবে না।)
৪. তোর প্রেমিককে আমার খুবই পছন্দ হয়েছে। তোদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানায়। (মনে মনে বলবে, মানিয়েছে না কচু!)
৫. তোকে এই পোশাকে খুবই ভালো লাগছে। বিশ্বাস কর। আর দেরি করিস না, চল। (মোটেও ওই পোশাকে মানায়নি!)
৬. আমি এই ছেলে সম্বন্ধে যা শুনেছি তুই শুনলে বিশ্বাস করতে পারবি না। এই ছেলে কত মেয়ের সঙ্গে ব্রেকআপ করেছে সেটা তুই জানিস? (আসলে নিজেই সেটা জানে না!)
৭. হ্যাঁ, আমারও মেয়েটিকে একদমই পছন্দ না। কীভাবে যে ওর সঙ্গে মানুষ বন্ধুত্ব করে বুঝি না। (আড়ালে আড়ালে কিন্তু ঠিকই ওই মেয়েটি পছন্দ হয়!)
৮. আরে এত চিন্তা করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। (আসলেই কি ঠিক হবে?)