ভালোবাসা থাকুক আনন্দে, ভাসুক প্রেমে
এটা সত্যি যে, যাঁদের মনে প্রেম আছে তাঁদের কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। তবে প্রেমকে আরেকটু চাঙ্গা করতে এবং মনের মানুষকে খুশি করতে ভালোবাসা দিবস কাটুক আনন্দে, ভাসুক প্রেমে। সম্পর্কে যখন একঘেয়েমি ভাব চলে আসে, তখন এই একটি দিনের ছোঁয়ায় সম্পর্কে প্রাণ ফিরে আসে। সব অভিমান, সব অভিযোগ এক নিমেষেই কোথায় যেন হারিয়ে যায়।
কেউ কেউ ভালোবাসা দিবস মনের আনন্দে পালন করেন, কেউ আবার দিনটিকে খুব একটা পাত্তা দেন না। তবে ভালোবাসা দিবস পালন করা মাঝেমধ্যে খুবই জরুরি হয়ে পড়ে। এর কারণ হলো :
- অনেক দিনের সম্পর্ক। অথচ একসঙ্গে বসে বহুদিন হেসে কথা বলা হয় না, কোথাও ঘুরতে যাওয়া হয় না। শুধু মনের টান আছে বলেই সম্পর্কটা টিকে আছে। যাঁদের সম্পর্কের অবস্থা এমন, তাঁদের এই বিশেষ দিনটিকে কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। আজকের দিনে নতুন করে হারিয়ে যান পুরোনো স্মৃতিতে। চাঙ্গা করুন নিজেদের ভালোবাসাকে।
- অনেক সময় ভালোবাসার মানুষটি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝানো সম্ভব হয় না। ছোট কিছু আয়োজনে এই বিশেষ দিনে মনের মানুষকে বুঝিয়ে দিন, আপনার কাছে সে কতটা স্পেশাল।
- যদি আপনি ভালোবাসার মানুষটিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তাহলে আজকের দিনে তাঁকে বিয়ে করার কথা বলে ফেলুন। দেখবেন, এই বিশেষ দিনটি প্রিয়জনের কাছে আরো বিশেষ হয়ে উঠবে।
- ব্যস্ত সঙ্গীরা ভালোবাসার দিন একে অন্যের সঙ্গে সময় কাটাতে পারবে। দূরে কোথাও ঘুরতে চলে যান অথবা একসঙ্গে রাতে বাইরে খেতে যান। দেখবেন, সব ব্যস্ততার ভিড়ে ভালোবাসা নতুন করে উঁকি দেবে।
- সঙ্গীর সঙ্গে ঝগড়া। অনেক দিন কথা হয় না। সব ঠিকঠাক করতে ভালোবাসার এই দিনটি বেছে নিন। সঙ্গীর অভিমান ভাঙাতে আয়োজন করুন বিশেষ কিছুর। দেখবেন, সেও আর রাগ করে থাকতে পারবে না।
আজকের দিনে কী করবেন
- বলছি না খুব জমকালো আয়োজন করে ভালোবাসা দিবস পালন করতে হবে। তবে প্রিয়জনকে খুশি করতে সামান্য কিছু আয়োজন করতেই পারেন। ছোট ছোট জিনিসে সুখ বেশি থাকে। খুঁজে বের করার চেষ্টা করুন, সঙ্গী কিসে বেশি আনন্দ পাবে। সেই কাজগুলোই করার চেষ্টা করুন।
- সঙ্গীর আপনার প্রতি যত অভিযোগ আছে, আজকের দিনে সেসব জিনিস এড়িয়ে চলুন। শুধু আজকের দিনই নয়, বাকি সব দিন তাঁর অভিযোগগুলো বোঝার চেষ্টা করুন। সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন।
- কিছু কথা হয়তো এখনো সঙ্গীকে বলা হয়নি। মন খুলে আজ সেই কথাগুলো সঙ্গীকে বলে ফেলুন। আর তাঁকে বোঝান, সে আপনার কাছে অনেকটা স্পেশাল বলেই কথাগুলো বলছেন।
- যতই ব্যস্ত থাকুন না কেন, আজকের দিনে সঙ্গীর জন্য কিছুটা সময় বের করুন। তাঁর প্রিয় জায়গায় যাওয়ার চেষ্টা করুন। দেখবেন, সময়টা বেশ ভালো কাটবে।
- আজকে ভুলেও কিছু কেনার সময় ছাড় খুঁজবেন না। অথবা সঙ্গীকে নিয়ে খেতে যাওয়ার সময় অফার আছে কি না, খেয়াল করবেন না। এতে সঙ্গী বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে।
ছবি : ফটো গ্যালারি