মেয়েদের কোন কাজে ছেলেরা বিরক্ত হয়?
আমরা অনেক সময় এমন কিছু কাজ করি, যা অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর সম্পর্কের ক্ষেত্রে এই কাজগুলো মেয়েরা একটু বেশিই করে। এ ধরনের কাজ দেখলে ছেলেরা খুবই বিরক্ত হয়। কারণ, এগুলো কোনো ছেলেই পছন্দ করে না।
মেয়েদের কোন কাজ ছেলেরা পছন্দ করে না, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
সময় পেছানো
হয়তো আজ দেখা করার কথা ছিল। অথচ কোনো কারণে আপনি আসতে পারলেন না। এই যে কথা দিয়ে এলেন না অথবা সময় পেছালেন, এই কাজটি ছেলেরা একেবারেই পছন্দ করে না। তাই কথা দিলে কথা রাখার চেষ্টা করুন।
অপেক্ষা করানো
কোথাও আসতে বলে আপনি যদি দুই ঘণ্টা আপনার প্রেমিককে অপেক্ষা করিয়ে রাখেন, তাহলে বিরক্ত না হয়ে আর কোনো উপায় আছে বলুন? তাই সময়মতো পৌঁছানোর চেষ্টা করুন। কারণ, ছেলেরা অপেক্ষা করতে একেবারই পছন্দ করে না।
অনেক বেশি যত্ন নেওয়া
অনেক মেয়ে আছে তার প্রেমিকের ২৪ ঘণ্টার খোঁজখবর রাখে। কোথায় গেছে, কী করছে, কী খাচ্ছে—এসব খবরদারি ছেলেদের একদমই পছন্দ নয়। এতে তাদের ব্যক্তিস্বাধীনতা থাকে না। তাই অতিরিক্ত যত্ন নেওয়া ছেড়ে দিন।
বাবার টাকার অহংকার
কিছু মেয়ে আছে, যাদের বাবার টাকা অনেক বেশি। আর এই অহংকারবোধ প্রতিমুহূর্তে তার প্রেমিককে সহ্য করতে হয়। এ ধরনের আচরণে ছেলেরা খুবই বিরক্ত হয়। তাই বাবার টাকা নিয়ে প্রেমিকের সামনে খুব বেশি অহংকার করবেন না।
বেশি কথা বলা
যে মেয়ে কথা বেশি বলে, ছেলেরা তাদের পছন্দ করে না। আর নিজের প্রেমিকাই যদি কথা বেশি বলে, তাহলে ছেলেটির বিরক্ত না হয়ে উপায় আছে? তাই যতটা পারুন, কথা কম বলার অভ্যাস করুন।
ঝগড়া করা
কিছু মেয়ে আছে, ঝগড়া একবার শুরু করলে আর শেষ করতে চায় না। এই অভ্যাস ছেলেদের পছন্দ নয়। তাই ঝগড়া করা থেকে বিরত থাকুন। আর যদি ঝগড়া বাধিয়েই ফেলেন, তাহলে বেশি দীর্ঘস্থায়ী করবেন না।
সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকা
কিছু মেয়ে আছে, সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশি ব্যস্ত থাকে। মেয়েদের এই অভ্যাসের কারণে ছেলেরা খুবই বিরক্ত হয়। তাই যখন দেখা করতে যাবেন, তখন ফোনটা ব্যাগে রাখার চেষ্টা করুন।